সোমবার ২৬ মে ২০২৫

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | মহিলারা কোন কোন স্কিমে বিনিয়োগ করতে পারেন? রইল হদিশ

Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ১১ মে ২০২৫ ২৩ : ৪৯Soma Majumder


আজকাল ওয়েবডেস্কঃ সময়ের সঙ্গে বেড়েই চলেছে খরচের ফর্দ। এদিকে প্রয়োজনীয় চাহিদার সঙ্গে পিছিয়ে পড়ছে বেতন বাড়ার গ্রাফ। আয়-ব্যয়ের মধ্যে সামঞ্জস্য রাখাই যেন দায়! অনেক বাড়িতে মহিলাদের কাঁধে থাকে সংসারের সমস্ত খরচ চালানোর দায়িত্ব। কিন্তু সংসার-পরিবার সামলিয়ে নিজের সঞ্চয়ের বিষয়টি অবহেলা করলে যে চলবে না। আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার সঙ্গেই জরুরি অল্প বয়স থেকেই সঞ্চয়ের অভ্যাস বজায় রাখা। বর্তমানে ব্যাঙ্ক থেকে পোস্ট অফিস সহ আরও বিভিন্ন ক্ষেত্রের স্কিমে মহিলাদের জন্য রয়েছে বিশেষ স্কিম। তাহলে মহিলারা কোন কোন স্কিমে বিনিয়োগ করতে পারেন, জেনে নিন-

মহিলা সম্মান সঞ্চয় প্রকল্প: হাতে সামান্য টাকা রয়েছে আর তা যদি দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগ করতে না চান, তাহলে 'মহিলা সম্মান সঞ্চয় প্রকল্প' বেছে নিতে পারে। মহিলাদের জন্য এই প্রকল্পটির নিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার। এতে সরকারি ব্যাঙ্ক কিংবা পোস্ট অফিসে ২ বছরের জন্য টাকা জমিয়ে ৭.৫ শতাংশ হারে সুদ পাওয়া যায়। দশ বছরের বেশি বয়সী মেয়েরা 'সম্মান সঞ্চয় শংসাপত্র' প্রকল্পে সর্বাধিক ২ লাখ টাকা জমা করতে পারেন৷ এই প্রকল্পে বিনিয়োগ করে শুধুমাত্র আর্থিকভাবে লাভবান হওয়াই নয়, মিলবে আয়করে ব্যাপক ছাড়ও।

সুকন্যা সমৃদ্ধি যোজনা (এসএসওয়াই): কেন্দ্রীয় সরকারের একটি স্কিম 'সুকন্যা সমৃদ্ধি যোজনা'। নারী সুরক্ষার এই প্রকল্প ম্যাচুরিটির সময়ে পড়াশোনা থেকে বিয়ে- মোটা টাকা হাতে পাবেন মেয়েরা। এই যোজনায় অ্যাকাউন্ট খোলার সময়ে মেয়েদের বয়স হতে হবে ১০ বছরের মধ্যে। অভিভাবকেরা সর্বাধিক দুই মেয়ের জন্য এই প্রকল্পে অ্যাকাউন্ট খুলতে পারেন। মেয়ের বয়স ২১ বছর পূর্ণ হলে প্রকল্পের মেয়াদ শেষ হয়। তবে ১৮ বছর হওয়ার পরেও টাকা তোলা যায়। বর্তমানে 'সুকন্যা সমৃদ্ধির যোজনা' প্রকল্পের অ্যাকাউন্টে বার্ষিক ৮.২ শতাংশ হারে সুদ পাওয়া যায়। এই সুদের হার অন্য অনেক প্রকল্পের তুলনায় বেশি। এই অ্যাকাউন্টে বছরে ন্যূনতম ২৫০ টাকা এবং সর্বোচ্চ ১.৫ লাখ টাকা পর্যন্ত জমানো যায়। প্রতি মাসে বা বছরে একাধিকবার টাকা জমা দেওয়ার সুযোগ আছে এই প্রকল্পে। এতে যে টাকা জমা দেওয়া হয় তাতে আয়কর আইনের ৮০ সি ধারার অধীনে কর ছাড়ের সুবিধাও রয়েছে।

পাবলিক প্রভিডেন্ট ফান্ড (পিপিএফ):  কর্মরত বা গৃহবধূ যাই হv না কেন, পাবলিক প্রভিডেন্ট ফান্ড আপনার জন্য একটি ভাল বিনিয়োগের বিকল্প হতে পারে। এতে ১৫ বছরের জন্য বিনিয়োগ করতে হবে। যার ওপর সরকার ৭.১ শতাংশ সুদ দেয়। বার্ষিক বিনিয়োগের পরিমাণ ৫০০ টাকা থেকে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে৷ যে কোনও পোস্ট অফিস বা ব্যাঙ্কে এই স্কিম খোলা যেতে পারে। শুধু তাই নয়, বিনিয়োগের পরিমাণের উপর কর ছাড়ও পাওয়া যাবে। এছাড়া এতে প্রাপ্ত সুদের ওপরও কর ছাড় পাওয়া যায়।

ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট: সবচেয়ে নিরাপদ বিনিয়োগ স্কিমগুলির মধ্যে একটি 'ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট'। এতে নির্দিষ্ট সময়ের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ বিনিয়োগ করতে পারেন। যার উপর ৮% হারে সুদ পাওয়া যায়। স্কিমটি ম্যাচুওর হওয়ার পর পুরো টাকা পাবেন। এই স্কিমটিতে আপনার সঞ্চয় একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সুদের সঙ্গে ফেরত দেওয়া হয়।

মিউচুয়াল ফান্ড (এসআইপি): বর্তমানে বিনিয়োগের সেরা ও লাভবান ক্ষেত্র হল মিউচুয়াল ফান্ড। আপনি নিজের বাজেট বা সঞ্চয় করা অর্থের পরিমাণ অনুযায়ী ইক্যুয়িটি, ডেবট বা হাইব্রিড ফান্ডে বিনিয়োগ করতে পারেন। সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপি দীর্ঘকালীন বিনিয়োগের জন্য সেরা প্রকল্প। যারা প্রথমবার বিনিয়োগ করতে চান, তাঁদের জন্যও সেরা বিকল্প। মাত্র ৫০০ টাকা দিয়ে এই স্কিমে বিনিয়োগ শুরু করতে পারেন এবং এর কোনও সর্বোচ্চ সীমা নেই। এতে ঝুঁকি কম, কিন্তু রিটার্ন অনেক বেশি।

এলআইসি পলিসি: মহিলারা নিজের জন্য এলআইসি পলিসি কিনতে পারেন। জীবন বিমা নিগম বা এলআইসি-তে এমন অনেক স্কিম রয়েছে যা বিশেষত মহিলাদের জন্য পরিচালিত হয়। সাধারণত এলআইসি-র পলিসির মেয়াদ ৮ বছর বা তার বেশি হয়। ভবিষ্যৎ সুরক্ষিত করতে এলআইসি-র দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে পারেন। এছাড়াও সম্প্রতি মহিলাদের জন্য দারুণ এক স্কিম এনেছে এলআইসি। বিমা সখি নামে এই প্রকল্পে দশম শ্রেণি উত্তীর্ণদের বিমা এজেন্ট হওয়ার সুযোগ দিচ্ছে এলআইসি। ১৮ থেকে ৫০ বছর বয়সী মহিলারা এই স্কিমে আবেদন করতে পারবেন। প্রথম বছরে প্রতি মাসে ৭,০০০ টাকা করে, দ্বিতীয় বছরে প্রতি মাসে ৬,০০০ টাকা করে এবং তৃতীয় বছরে মাসে ৫,০০০ টাকা করে ভাতা দেওয়া হবে। এছাড়াও মহিলা এজেন্টরা তাদের বিমা পলিসির উপর ভিত্তি করে কমিশন পেতে পারেন।

সোনায় বিনিয়োগ: সোনা পছন্দ করেন না, এমন মহিলা খুব কমই । সোনার মূল্য সব থেকে ভাল বোঝেন মহিলারাই। তাই বিনিয়োগের ক্ষেত্রেও মহিলাদের জন্য সোনা ভাল মাধ্যম। গয়না কিংবা কয়েন-বার কিনে কিংবা গোল্ড ফান্ডেও বিনিয়োগ করতে পারেন। ডিজিটাল গোল্ডও একটি ভাল অপশন। গত কয়েক বছরে সোনার দাম যেভাবে বেড়েছে তাতে আগামী দিনে সোনা খুব ভাল রিটার্ন দিতে পারে বলেই মত বিশেষজ্ঞদের।

এছাড়াও বেশ কিছু ব্যাঙ্কে মহিলাদের জন্য বিশেষ স্কীম রয়েছে। বেশ কয়েক মাস আগে মহিলা গ্রাহকদের জন্য বিশেষ সেভিংস স্কিম চালু করেছে বেসরকারি ব্যাঙ্ক। মহিলাদের জন্য তৈরি বিশেষ সেভিংস অ্যাকাউন্ট খুললে মিলবে বিশেষ ডেবিট কার্ড। যার সাহায্যে বিমানবন্দরের লাউঞ্জে বিনামূল্যে প্রবেশ করতে পারবেন গ্রাহক। পাশাপাশি ১০ লক্ষ টাকার দুর্ঘটনা বিমা, ৩.৫ লক্ষ টাকার কার্ড হারানোর দায় এবং প্রিমিয়াম ব্র্যান্ডের একাধিক ব্যয়-ভিত্তিক অফার পাওয়া যাবে। বার্ষিক লকার ভাড়া, গোল্ড লোন প্রসেসিং ফি এবং বিউটি প্রডাক্টেও বড়সড় ছাড় দেওয়া হয়। এছাড়া আর এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে এক বিশেষ স্কিমে সেভিংস অ্যাকাউন্ট খুললে মহিলারা পাবেন ১ কোটি টাকার দুর্ঘটনা বীমা, কম খরচে মিলবে স্বাস্থ্য বীমাও। এছাড়া লকার নেওয়ার ক্ষেত্রেও মিলবে আকর্ষণীয় ছাড়। রিটেল লোন নেওয়ার ক্ষেত্রে রয়েছে সুবিধা, বিনামূল্যে মিলবে সর্বাধিক ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্রেডিট কার্ড।


Investment Women can invest in these schemes

নানান খবর

নানান খবর

দেখতে বাসমতী, খেতেও সুস্বাদু! ১৮ বছরের গবেষণায় তৈরি নতুন এই চালের গুণ জানলে আর অন্য চাল কিনবেন না

মানসিক চাপে বিধ্বস্ত লাগছে? আর কষ্ট নয়, চাপমুক্ত ও আনন্দময় জীবন পেতে নিয়মিত করুন একটি বিশেষ কাজ

অনলাইনে টাকা লেনদেন করার আগে সব সময় যাচাই করুন তিনটি জিনিস, নইলে নিমেষে ফাঁকা হবে অ্যাকাউন্ট

বাড়ির ব্যালকনিতেই ফলবে টমেটো, বেগুন, লঙ্কা! 'কিচেন গার্ডেনিং' করার সময় মাথায় রাখবেন কোন কোন বিষয়?

ঘরেই রয়েছে অমূল্য ধন, মা-ঠাকুমার আমলের এই বিশেষ পদ্ধতিতে তৈরি খাবার খেলে আর ভুগতে হবে না পেটের সমস্যায়

চরম উত্তেজনার মুহূর্তেও স্নায়ু থাকবে অবিচল! তিনটি কৌশল শিখে নিন, আর কোনও দিন নিয়ন্ত্রণ হারাবেন না

খবরদার! বিছানায় শুয়ে শুয়ে এই কাজটি আর করবেন না! কী মারাত্মক বিপদ ডেকে আনে জানলে শিউরে উঠবেন

পুরুষদের টাকেও গজাবে চুল! অতিপরিচিত এই সবজির বীজ ব্যবহার করেই মাথা ঢাকবে কুচকুচে কালো কেশে

কাপের পর কাপ চা খান? অজান্তেই মহাবিপদ ডেকে আনছেন! অতিরিক্ত চা পানে শরীরে কী প্রভাব পড়ে জানেন?

বিবেকানন্দের প্রিয় গীতার শ্লোক লেখা পোশাকে! কানের মঞ্চে ভারতীয় ঐতিহ্যের জয়গান ঐশ্বর্যের

আব্রাম-তৈমুররাও খায় স্কুলের 'মিড ডে মিল'! তারকাসন্তানদের পাতে কী কী থাকে? জানলে চমকে যাবেন

করুন চোখের পরীক্ষা, এই ছবিতে বিড়াল খুঁজে পেলে বুঝবেন আপনার দৃষ্টি খুব ভাল

ঠিক কতক্ষণ সঙ্গম করলে তৃপ্ত হয় সঙ্গীর শরীর? নয়া গবেষণায় যৌনজীবনে মিলল নতুন দিশা

বুধের চালে আজ থেকে 'মালামাল' ৪ রাশি! যা ছোঁবেন তাই সোনা, গুণে শেষ করতে পারবেন না টাকা

চটজলদি উধাও হলুদ ছোপ, দাঁতের কোণা থেকে দূর হবে ময়লা! এই একটি ফলের গুণেই ঝকঝক করবে হাসি

সোশ্যাল মিডিয়া